যুক্তরাজ্যে শিশু কল্যাণ হটলাইনে কল বেড়েছে ৫০ শতাংশ

করোনা মহামারির সময় যুক্তরাজ্যে এনএসপিসিসি শিশু কল্যাণ হটলাইনে কল বেড়েছে ৫০ শতাংশ। দাতব্য সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, এখন প্রতিদিন ৩০টির বেশি ফোন কল বেশি পাচ্ছে উদ্বিগ্ন অভিভাবকদের কাছ থেকে। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ এখবর জানিয়েছে।

এনএসপিসিসি সতর্ক করে জানিয়েছে, শিশুর পারিবারিক নিপীড়নের আশঙ্কায় হটলাইনে অভিভাবকদের ফোন কল বেড়েছে ৫৩ শতাংশ। পরিস্থিতি আরও খারাপ হতে পারে যদি করোনাভাইরাস লকডাউন অব্যাহত থাকে।

ব্রিটিশ সরকারের প্রতি সংস্থাটি আহ্বান জানিয়েছে, পারিবারিক নিপীড়ন আইনে শিশু ভুক্তভোগীর জন্য আলাদা ধঅরা যুক্ত করার জন্য।

এই বিলটিকে ঐতিহাসিক বলে বিবেচনা করা হচ্ছে। সোমবার কমিটি পর্যায়ে দ্বিতীয়তার বিলটি পড়াহবে।

দাতব্য সংস্থাটির আশঙ্কা, রাষ্ট্রীয় বাধ্যবাধকতা ছাড়া কমিউনিটিভিত্তিক সহযোগিতা অন্য খাতে ব্যয় হতে পারে।