আইসোলেশনে ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন

ব্রিটিশ রাজবধূ ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটনকে সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে। তার সংস্পর্শে আসা এক ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরই তিনি আইসোলেশনে চলে যান। সোমবার ক্যানসিংটন প্রাসাদের মুখপাত্র মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছে।

মুখপাত্র আরও জানান, প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনের এখন পর্যন্ত কোন উপসর্গ লক্ষ্য করা যায়নি। তিনি পুরোপুরি সুস্থ আছেন। তারপরও বিধিনিষেধ মেনেই সেলফ আইসোলশনে রয়েছেন কেট।

ব্রিটেনে কেউ করোনায় আক্রান্ত কোন ব্যক্তির সংস্পর্শে আসলে তাকেও ১০ দিনের আইসোলেশনে থাকতে হয়। দেশটির স্বাস্থ্যবিধি অনুসারেই এটি মানা বাধ্যতামূলক। কেট ঘরবন্দি থাকায় সোমবার এক অনুষ্ঠানেও যোগ দিতে পারেনি।

সিএনএনের খবরে আরও বলা হয়েছে, গত শুক্রবার কেট মিডলটনকে সবশেষ জনসমক্ষে দেখা যায়। ওই দিন তিনি উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপের একটি খেলায় উপস্থিত হন। কেট অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের পৃষ্ঠপোষক। এছাড়া ইউরো ২০২০ ফুটবল খেলার একটি ম্যাচেও দর্শক হিসেবে উপস্থিত হন। সম্প্রতি কোভিড প্রতিরোধে দুই ডোজ টিকাও নিয়েছেন তিনি।