আগামী সপ্তাহে ইউক্রেন সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

সংকটপূর্ণ মুহূর্তে আগামী সপ্তাহে ইউক্রেন অঞ্চলে সফরে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এরপর তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করবেন। বিষয়টি নিশ্চিত করেছে ১০ ডাউনিং স্ট্রিটের মুখপাত্র।

রাশিয়া-ইউক্রেনের মধ্যে যেন কোনও রক্তপাত না হয় সেজন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যেতে চান বরিস জনসন। ডাউনিং স্ট্রিটের মুখপাত্র বলেন, পুতিনের সঙ্গে আলাপের সময় রাশিয়ার বাহিনীকে ইউক্রেন সীমান্ত থেকে ফিরে যেতে বিষয়টি উত্থাপন করবেন প্রধানমন্ত্রী বরিস। পাশাপাশি সংকট সমাধানে কূটনৈতিকভাবে এগিয়ে যাওয়ার বিষয়টিও পুনর্ব্যক্ত করবেন।

ইউক্রেনে অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে সহায়তা দিচ্ছে ব্রিটেন। তবে যুদ্ধের জন্য দেশটিতে সামরিক বাহিনী মোতায়েনের ইচ্ছা নেই বলে জানিয়েছে তারা। ইউক্রেন সীমান্তের কাছাকাছি এক লাখের বেশি রুশ সেনা অবস্থান করছে। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন কিয়েভকে সতর্ক করেছে, আগামী ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া।

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি।