করোনায় আক্রান্ত ব্রিটেনের রানি

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের রানি এলিজাবেথ দ্বিতীয়। বাকিংহাম প্রাসাদের বরাতে রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রাসাদের পক্ষ থেকে বলা হয়েছে, এলিজাবেথের জ্বরের মতো মৃদু উপসর্গ রয়েছে। তবে আগামী সপ্তাহে উইন্ডসর থেকে হালকা দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

বিবৃতিতে বলা হয়েছে, তিনি চিকিৎসাসেবা গ্রহণ অব্যাহত রাখবেন এবং যথাযথ নির্দেশনা মেনে চলবেন।

৯৫ বছর বয়সী রানি বড় ছেলে প্রিন্স অব ওয়ালেসের সংস্পর্শে এসেছিলেন। গত সপ্তাহে তার করোনা শনাক্ত হয়েছিল।

৬ ফেব্রুয়ারি ব্রিটেনের সিংহাসনের দীর্ঘ সময় থাকা শাসক হিসেবে ৭০ বছর পূর্তি উদযাপন করেছেন এলিজাবেথ। ২০২১ সালের ৯ জানুয়ারি করোনাভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, তিনি টিকার সম্পূর্ণ ডোজ নিয়েছেন।