আমরাও বরিস জনসনকে পছন্দ করি না: রাশিয়া

ক্ষমতায় টিকে থাকা নিয়ে অভাবনীয় চাপের মুখে পড়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এর মধ্যে রাশিয়া বলছে, আমরা বরিসকে পছন্দ করি না। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের।

এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার (৭ জুলাই) সাংবাদিকদের বলেন, ‘জনসন আমাদেরকে পছন্দ করেন না, আমরাও তাকে পছন্দ করি না’। পেসকভ আরও বলেন, প্রধানমন্ত্রী জনসন শিগগগ্রিই পদত্যাগ করবেন। ক্রেমলিনের এই মুখপাত্র বলেছেন, জনসন শিগগিরই প্রধানমন্ত্রীর পদ ছাড়বেন, এমন খবর ক্রেমলিনের জন্য সামান্য উদ্বেগের বিষয়।

আরও পড়ুন: পদত্যাগ করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে এ পর্যন্ত অনেক নিষেধাজ্ঞা দিয়েছে ব্রিটেন।  পাশাপাশি ইউক্রেনকে বিপুল সামরিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে দেশটি। 

বৃহস্পতিবার বরিস জনসন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ইতোমধ্যে তার সরকারের ৪০ জনের বেশি মন্ত্রী ও এমপি পদত্যাগ করেছেন।