উষ্ণতম দিনের পথে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে এযাবৎকালের উষ্ণতম দিন হতে পারে সোমবার (১৮ জুলাই)। দেশটির আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, এদিন তাপমাত্রা রেকর্ড ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এক প্রতিবেদনে এ খরব জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, আবহাওয়া দফতরের দেওয়া পূর্বাভাস সঠিক হলে তাপমাত্রার হিসাব রাখা শুরুর পর থেকে আজই (সোমবার) হবে যুক্তরাজ্যের ইতিহাসের উষ্ণতম দিন। আর রাজধানী লন্ডনের তাপমাত্রা হবে পশ্চিম সাহারা এবং ক্যারিবীয় অঞ্চলের চেয়েও বেশি।

এর আগে ২০১৯ সালে কেমব্রিজে ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এখন পর্যন্ত দেশটিতে এটিই সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।লন্ডনের বাকিংহাম প্যালেসের বাইরে পানি পান করছেন কুইন্স গার্ডের একজন সদস্য। ছবি: রয়টার্স।

তীব্র তাপপ্রবাহের কারণে দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। লন্ডন, ম্যানচেস্টার ও ইয়র্কের মতো এলাকাগুলোতে ১৮ ও ১৯ জুলাই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। উচ্চ তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে  অন্যান্য অঞ্চলেও। হলুদ সতর্কতা জারি করা হয়েছে পুরো ওয়েলস এবং স্কটল্যান্ডের কিছু অংশে।

অত্যাবশ্যকীয় নাহলে সোম ও মঙ্গলবার ট্রেন ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। নির্ধারিত কিছু ট্রেনের পূর্বনির্ধারিত সূচি ইতোমধ্যেই বাতিল করা হয়েছে।