ব্যারিস্টার হলেন ব্রিটিশ-বাংলাদেশি ফারহানা আহমদ

বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানা আহমদ ব্রিটেনে মাত্র ২২ বছর বয়সে বিশ্বখ্যাত অনারেবল সোসাইটি অব লিংকন্স ইন থেকে ব্যারিস্টার হয়েছেন। বৃহস্পতিবার এই ফল প্রকাশ হয়েছে। বার-এট-ল করার পাশাপাশি মাস্টার অব লজ (এলএলএম) অত্যন্ত কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করেন তিনি।

ফারহানা আহমদ গত বছর লন্ডন ইউনিভার্সিটির দ্য সিটি ল স্কুল থেকে এলএলবি (অনার্স) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন। কিছু বিষয়ে তিনি তার ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন।

লন্ডনে জন্ম নেওয়া ব্যারিস্টার ফারহানা আহমদের পৈত্রিক নিবাস বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ গ্রামে। তিনি বিলেতের নিউহ্যাম কাউন্সিলের সাবেক কাউন্সিলর ও আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ ও কবি সালমা আহমদের দ্বিতীয় সন্তান। পাঁচ ভাই-বোনের মধ্যে ব্যারিস্টার ফারহানা আহমদ দ্বিতীয়।

এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার ফারহানা আহমদ বলেন, এ পর্যন্ত আসতে যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।  

ফারহানা জানান, তার স্বপ্ন ভবিষ্যতে ব্রিটিশ হাইকোর্টের বিচারপতি হওয়া।