কাজ ছাড়াই কোটি কোটি টাকা বেতন পেলেন তিনি

কোনও কাজ ছাড়াই মাসে মাসে বেতন পেলে কেমন হয়? ভাবছেন তা কী করে সম্ভব। আয়ার‍ল্যান্ডের জাতীয় রেলওয়ে নেটওয়ার্কের একজন ব্যবস্খাপক দাবি করেছেন, শুধু দুপুরের খাবার আর দৈনিক পত্রিকা পড়ার জন্য মাসে বেতন পেয়েছেন প্রায় ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

কাজ না করেই বেতন দেওয়া হয়, এমন ঘটনা হয়তো শোনা যায় না। তবে আইরিশ কর্মকতা মিলসের ক্ষেত্রে একেবারেই ভিন্ন। ২০১৪ সালে নিজ প্রতিষ্ঠানের গোপন তথ্য ফাঁসের পর ধীরে ধীরে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ। এর আগে অফিসে নিয়মিত কাজ করতেন মিলস। ওই সময় রেলের তহবিলের হিসাব নিকাশ নিয়ে কিছু গাফিলতির বিষয়ে তিনি প্রশ্ন তুলেন। পরিস্থিতি বদলে যেতে শুরু করে। প্রতিষ্ঠান কাজ কমিয়ে দেয় তার। এরপর দিনের বেশিরভাগ সময় দুপুরের খাবার খেয়ে এবং সংবাদপত্র পড়ে সময় কাটান। আর প্রতি মাসে নিয়মিত বেতন ঢুকছে পকেটে।

আয়ারল্যান্ডের ওয়ার্কপ্লেস রিলেশন কমিশনকে (ডব্লিউআরসি) মিলস বলেন, আমি দুটি সংবাদপত্র টাইমস ও ইন্ডিপেন্ডেন্ট এবং একটি স্যান্ডউইচ কিনি। পরে কম্পিউটার চালু করি, ইমেল দেখি। যদিও কাজের সঙ্গে সম্পর্কিত কোনও ইমেল নেই, কোনও টেক্সটও নেই, কোনও সহকর্মীর সঙ্গে যোগাযোগ নেই।

তিনি আরও বলেন, পত্রিকা এবং নাস্তা শেষ করে সকাল ১০টা ৩০ মিনিটে ইমেইল চেক করি। যেটির উত্তর দেওয়া প্রয়োজন হয়। কোনও কাজ থাকলে তা করি। কিন্তু আমি বলবো, যদি আমাকে সপ্তাহ একবারও হলেও যেন কাজ করতে দেওয়া হয়, তাতে রোমাঞ্চিত হবে।

সূত্র: অডিটিসেন্ট্রাল