ব্রিটেনে বাংলাদেশিদের বৃহত্তম মসজিদে বোমা হামলার হুমকি

ব্রিটে‌নের অন‌্যতম বৃহত্তম মস‌জিদ, বাঙালিপাড়ার ইস্ট লন্ডন মস‌জিদ বোমা হামলার আশঙ্কায় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বন্ধ ক‌রে দেওয়া হ‌য়। পরে মস‌জিদ‌টি পু‌লি‌শের প‌রিদর্শন শে‌ষে খু‌লে দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ইমেইলে হুমকি পাওয়ার পর স্থানীয় সময় বিকাল ৩টার পর টাওয়ার হ্যামলেটস এলাকার হোয়াইটচ্যাপেল রোডের ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টার থেকে মানুষদের সরিয়ে নেওয়া হয়েছিল।

এ‌টি ব্রিটে‌নে বাংলা‌দেশি‌ ক‌মিউ‌নি‌টির সর্ববৃহৎ মস‌জিদ। এখানে সাত হাজার মুসল্লি নামাজ পড়তে পারেন। বৃহস্প‌তিবার মসজিদ ক‌মি‌টির পক্ষ থে‌কে এক বিবৃ‌তিতে বলা হয়, উদ্ভূত প‌রি‌স্থি‌তি‌তে মস‌জি‌দে মাগ‌রি‌বের নামা‌জের জামায়াত অনু‌ষ্ঠিত হয়নি।

পরে অপর এক বিবৃতিতে বলা হয়েছে, জরুরি পরিস্থিতি পর্যালোচনার পর মসজিদ আবার উন্মুক্ত হয়েছে। এশার নামাজসহ মসজিদের নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে।

মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র বলেছেন, বৃহস্পতিবার ৩টা ২ মিনিটে পুলিশকে ইমেইলে হুমকি পাওয়ার কথা জানানো হয়। পুলিশ তল্লাশী চালায় এবং সতর্কতার অংশ হিসেবে মানুষদের সরিয়ে নেওয়া হয়। সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। ৫ টার দিকে তল্লাশী বন্ধ করা হয়। অধিকতর তদন্ত অব্যাহত থাকবে।

লন্ডন সময় সন্ধ‌্যা ৬টায় ঘটনাস্থ‌লে গি‌য়ে দেখা গেছে, বিপুল সংখ‌্যক পুলিশ মস‌জি‌দের আশপা‌শে মোতায়েন করা হয়েছে।

মস‌জি‌দের নিয়‌মিত মুস‌ল্লি সাংবা‌দিক কে এম আবু তাহের চৌধুরী জানান, বোমা হামলার হুম‌কির ঘটনায় ক‌মিউ‌নি‌টি‌তে উ‌দ্বেগ ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছিল।