মেয়রকে ইসলামপন্থি বলায় দল থেকে বরখাস্ত হলেন ব্রিটিশ এমপি

লন্ডনের মেয়র সাদিক খানকে ইসলামপন্থীরা নিয়ন্ত্রণ করে, মন্তব্য করে এবার বরখাস্ত হলেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতা লি এন্ডারসন। রবিবার (২৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সাদিক খানকে উদ্দেশ্য করে করা মন্তব্যের জন্য ক্ষমা চাইতে অস্বীকার করার পরে তাকে দল থেকে বরখাস্ত করা হয়। তবে দল থেকে বরখাস্ত হলেও, স্বতন্ত্র এমপি হিসেবে পার্লামেন্টে বসতেন তিনি। স্থানীয় সময় শনিবার তাঁকে বরখাস্ত করা হয়।  

বরখাস্তের পর, টোরি পার্টির সাবেক এই ডেপুটি চেয়ারম্যান বলেন, তার মন্তব্য চিফ হুইপ ও প্রধানমন্ত্রীকে কঠিন অবস্থানে ফেলেছে।

লন্ডনের প্রথম মুসলিম মেয়র সাদিক খান বিরোধী লেবার পার্টির সদস্য। রাজধানীতে নিয়মিত ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ-মিছিল ও পুলিশ পরিচালনার জন্য প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় তাকে। বুধবারও পার্লামেন্টের বাইরে শত শত ফিলিস্তিনি বিক্ষোভ করেন।

এমন পরিস্থিতিতে সাদিক খানের সমালোচনা করতে গিয়ে শুক্রবার জিবি নিউজকে লি আন্ডারসন বলেন, আমি বিশ্বাস করি না ইসলামপন্থীরা আমাদের দেশের নিয়ন্ত্রণ পেয়েছে। তবে আমি যা বিশ্বাস করি তা হল তারা সাদিক খানের নিয়ন্ত্রণ পেয়েছে। তারা লন্ডনের নিয়ন্ত্রণ পেয়েছে। খান আসলে আমাদের রাজধানী শহরকে তার ইসলামপন্থি সঙ্গীদের হাতে তুলে দিয়েছেন।

এই মন্তব্যের পরপরই ব্যাপক সমালোচনার মুখে পড়েন আন্ডারসন। এর প্রতিক্রিয়ায় শনিবার সাদিক খান বলেন,  আন্ডারসনের এমন মন্তব্য মুসলিম বিদ্বেষের আগুনে ঘি ঢালার সমান। তার মন্তব্য নিয়ে মন্ত্রিপরিষদ ও প্রধানমন্ত্রীর বধির নীরবতারও কঠোর সমালোচনা করেন খান।

সাদিক খানের এমন সমালোচনার ঘণ্টাখানেক পরেই, টোরি পার্টির চিফ হুইপ সাইমন হার্টের এক মুখপাত্র বলেন: গতকালকের করা মন্তব্যের জন্য ক্ষমা চাইতে অস্বীকৃতি জানানোয় দলের হুইপ পদ থেকে লি অ্যান্ডারসনকে বরখাস্ত করা হয়েছে।