ট্রাম্প আমলে বাংলাদেশ নীতি বাস্তবায়ন নিয়ে ওয়াশিংটনে আলোচনা ৬ ডিসেম্বর

উইলসন সেন্টারের উদ্যোগে আলোচনাযুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের ‘বাংলাদেশ নীতি বাস্তবায়ন’ বিষয়ক এক আলোচনা অনুষ্ঠিত হবে। আগামী ৬ ডিসেম্বরের ওই আলোচনার আয়োজক ওয়াশিংটনভিত্তিক প্রভাবশালী নীতি গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টার ।  ‘বাংলাদেশের রাজনীতি, নিরাপত্তা ও উগ্রবাদ এবং ট্রাম্প প্রশাসনের নীতি বাস্তবায়ন’  শিরোনামের ওই আলোচনা অনুষ্ঠিত হবে। আয়োজনে সহযোগিতা দেবে ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল নামক সংগঠন।

উইলসন সেন্টারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এতে আলোচনা করবেন, ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের সহ প্রতিষ্ঠাতা ‍ও প্রধান নির্বাহী কর্মকর্তা গ্লেন কোওয়ান, আমেরিকান ইউনিভার্সিটির স্কুল অব ইন্টার‌ন্যাশনাল সার্ভিসের প্রফেসরিয়াল লেকচারার তাজরিনা সাজ্জাদ এবং হেরিটেজ ফাউন্ডেশনের এশিয়ান স্টাডিজ সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক লিসা কার্টিস।

উইলসন সেন্টারের ওয়েবসাইটে আলোচনার বিষয়বস্তুর বিবরণে বলা হয়েছে, অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ও উগ্রবাদের ব্যাপকতার পর দক্ষিণ এশিয়ার পরিবর্তনশীল পরিস্থিতির মধ্যে থাকা বাংলাদেশ ওয়াশিংটন দ্বারা বার বার উপেক্ষিত হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশের ভবিষ্যৎ গতিপথ, কোন পথে রাজনীতি ও নিরাপত্তা যাওয়া উচিত এবং এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায় কি ধরনের ভূমিকা রাখতে পারে- এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে এ আলোচনায়।

ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের সম্প্রতি পরিচালিত একটি নতুন জরিপের ওপর ভিত্তি করে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, উইলসন সেন্টারের পুরো নাম উড্র উইলসন সেন্টার ফর স্কোলার্স ১৯৬৮ সালের কংগ্রেসের নির্দেশে প্রতিষ্ঠিত মার্কিন প্রেসিডেন্টদের স্মরণে একটি প্রতিষ্ঠান।বিশ্বের শীর্ষ দশ নীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হলো উইলসন সেন্টার। মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে একমাত্র পিএইচডি ধারী প্রেসিডেন্ট উড্র উইলসনের নামানুসারে এ নামকরণ করা হয়েছে।

/এএ/বিএ/