মেক্সিকোতে মার্কিন কনস্যুলার গুলিবিদ্ধ

nonameমেক্সিকোতে মার্কিন দূতাবাসের এক কনস্যুলার গুলিবিদ্ধ হয়েছেন। বন্দুকধারীর গুলিতে আহত হলেও তার অবস্থা আশঙ্কাজনক নয়।  শনিবার মেক্সিকোতে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল ও মার্কিন দূতাবাস জানিয়েছে, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর গুয়াদালাজারাতে এ ঘটনা ঘটে। হামলাকারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

শনিবার মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই হামলাকারীকে ধরিয়ে দিতে ২০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে।

গুয়াদালাজারাতে অবস্থিত মার্কিন কনস্যুলেট প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, হামলাকারী বন্দুকধারী কনস্যুলারের গাড়ি পার্কিং করার সময় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কনস্যুলারের গাড়ি পার্কিং করার সঙ্গে সঙ্গেই চালককে লক্ষ্য করে গুলি ছুড়ে বন্দুকধারী। এরপর সে পালিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, বিদেশে কর্মরত কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সূত্র: টেলিসুর টিভি।

/এএ/