ভিয়েতনামে জন কেরির বিদায়ী সফর শুরু

জন কেরিমার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ভিয়েতনামে বিদায়ী সফর শুরু করেছেন শুক্রবার । আমেরিকার শীর্ষ কূটনীতিক হিসেবে দেশটিতে এটা তার চতুর্থ সফর। তার এ সফর একইসঙ্গে রাজনৈতিক এবং গভীরভাবে ব্যক্তিগতও।

শুক্রবার কেরি ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন জুয়ান পাক ও ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী বুই থান সনের সঙ্গে বৈঠক করেন। এ সময় কেরি বলেন, ‘আমি ভিয়েতনামে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। আমরা এখন আমাদের বর্ধমান সম্পর্ক উন্নত করার চেষ্টা করছি।’

কেরি আরও বলেন, ‘এখনও আমাদের অনেক পথ যেতে হবে এবং আপনারা জানেন কিছু চ্যালেঞ্জ আছে।’

হ্যানয়তে আনুষ্ঠানিক বৈঠকের পর তিনি শুক্রবার বিকেলে হো চি মিন নগরীতে যান। শনিবার তিনি ১৯৬৯ সালের হামলাস্থল পরিদর্শন করতে কা মাও প্রদেশের বে হাপ নদী সফর করবেন।

কেরি রবিবার মধ্যপ্রাচ্য শান্তি সম্মেলনের জন্য প্যারিস যাবেন। এরপর তিনি আগামী সপ্তায় বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে দাভোসে যাওয়ার আগে লন্ডনে যাত্রাবিরতি করবেন।

উল্লেখ্য, কেরি ভিয়েতনাম যুদ্ধে অংশ নিয়েছিলেন। ওই সময় তিনি নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। যুদ্ধে অবদানের জন্য তিনি রৌপ্য পদক পান। ১৯৬৯ সালে কা মাও প্রদেশে কেরির টহল যান এসে ভিড়ে এবং ভিয়েতনামের এক হামলাকারীকে গুলি করে হত্যা করতে তীরে নামেন।

পরে কেরি ভিয়েতনাম যুদ্ধকে ভুল যুদ্ধ বলে মনে করেন এবং যুদ্ধ থেকে দেশে ফেরার পর শান্তির জন্য কাজ শুরু করেন। সূত্র: এএফপি।

/এএ/