নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ট্রাম্পের ভাবনায় ৪ জন

ডোনাল্ড ট্রাম্পরুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ থাকা নিয়ে শুরু হওয়া বিতর্কের জের ধরে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন পদত্যাগে বাধ্য হন। তার জায়গায় অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেন কিথ কেলোগ। তবে দেশের নিরাপত্তা ব্যবস্থার এ শীর্ষ পদের দৌড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাবনায় কেলোগ ছাড়া আরও তিনজন আছেন।

এর আগে বৃহস্পতিবার নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বটি সাবেক ভাইস এডমিরাল রবার্ট হারওয়ার্ডকে প্রস্তাব দেন ট্রাম্প। কিন্তু নিজস্ব কর্মীদের পরিষদে আনার ব্যাপারে সায় না মেলায় প্রত্যাখ্যান করেন হারওয়ার্ড।

পরে ট্রাম্প টুইটারে জানান হোয়াইট হাউসের এ দায়িত্বে আরও কয়েকজন প্রার্থী আছে, ‘দীর্ঘদিন ধরে আমার চেনাজানা জেনারেল কিথ কেলোগ এ পদের জন্য বেশ এগিয়ে- আরও তিনজন প্রার্থীও আছেন।’

ট্রাম্প আরও বলেছেন, ফ্লিনের ডেপুটি কে. টি. ম্যাকফারল্যান্ড দায়িত্বে বহাল থাকবেন।

/এফএইচএম/