উ.কোরিয়া উত্তেজনার মধ্যেই সিউল যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

মাইক পেন্সউত্তর কোরিয়া দেশটির জাতীয় দিবস উপলক্ষে ৬ষ্ঠ পারমাণবিক বোমা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পর  সৃষ্ট উত্তেজনার মধ্যেই দশ দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ভাইস প্রেসিডেন্ট হিসেবে প্রথম এশিয়া সফরে রবিবার সিউল আসছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার মার্কিন ও কোরীয় সেনাদের সঙ্গে ইস্টার উৎসব পালন করবেন। এপর সোমবার দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হোয়াং কিয়ো-আহন’র সঙ্গে বৈঠক করবেন।

হোয়াইট হাউসের পররাষ্ট্রনীতি বিষয়ক এক উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন, আমরা উত্তর কোরিয়ার পারামাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধির পদক্ষেপ নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা করব।

রবিবার উত্তর কোরিয়ার জাতীয় দিবস। ‘ডে অব দ্য সান’ পরিচিত দিবসটিতে ৬ষ্ঠ পারমাণবিক বোমা পরীক্ষার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। আর ওই দিনই সিউল পৌঁছাবেন মাইক পেন্স। হোয়াইট হাউসের ওই উপদেষ্টা বলেন,  যদি উত্তর কোরিয়া পারমাণবিক বোমা পরীক্ষা করে তাহলে যুক্তরাষ্ট্রের বিকল্প পরিকল্পনা রয়েছে। সূত্র: রয়টার্স।

/এএ/