পশ্চিমা সভ্যতার ভবিষ্যৎ সংকটে: ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিমা সভ্যতার ভবিষ্যৎ সংকটের মুখে রয়েছে।

_96827061_mediaitem96827060

ট্রাম্প জি-২০ সম্মেলন উপলক্ষে জার্মানি যাবার আগে বর্তমানে পোল্যান্ড সফরে রয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোল্যান্ডের রাজধানী ওয়ারসোতে এক ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ১৯৪৪ সালে নাৎসি দখলদারদের বিরুদ্ধে ওয়ারসো বিদ্রোহে প্রায় ২ লাখ পোলিশ নাগরিককে জীবন দিতে হয়েছিল। তাদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধের সামনে বৃহস্পতিবার এ ভাষণ দেবেন ট্রাম্প।

ভাষণে তিনি পশ্চিমা সভ্যতার ভবিষ্যৎ নিয়ে এমন বক্তব্য দেবেন। ইউরোপের কোনও দেশে দেওয়া প্রথম ভাষণে ট্রাম্প পোল্যান্ডকে এমন একটি দেশ যা নিজ সভ্যতা ও সংস্কৃতি টিকিয়ে রাখার জন্য প্রস্তুত বলে উদাহরণ হিসেবে তুলে ধরবেন। ‘সন্ত্রাসবাদ ও চরমপন্থা’র হুমকি নিয়ে হুঁশিয়ারি সম্পর্কেও কথা বলবেন তিনি। বক্তব্যে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ও উঠে আসবে।

জার্মানিতে শীর্ষ বৈঠকের আগে কেন তিনি পোল্যান্ড সফরে গিয়েছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। শুক্রবার জার্মানির হ্যামবুর্গে জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ হবে। সূত্র: বিবিসি।

/এএ/