গোপন সমঝোতায় বিচার এড়ালেন সিআইএ’র দুই মনোবিজ্ঞানী

 

ciaযুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইনটেলিজেন্স এজেন্সির (সিআইএ) জিজ্ঞাসাবাদের নির্যাতন পদ্ধতির  দুই উদ্ভাবক বিচার এড়াতে গোপনে সমঝোতা করেছেন। বৃহস্পতিবার এই নির্যাতনমূলক পদ্ধতির ভূক্তভোগীদের এ সমঝোতা হয় বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।

দ্য আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ২০১৫ সালে কুখ্যাত এই জিজ্ঞাসাবাদ পদ্ধতির উদ্ভাবক দুই মনোবিজ্ঞানীর বিরুদ্ধে মামলা দায়ের করে। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ পদ্ধতির শিকার হওয়া জীবিত দুই ব্যক্তির সঙ্গে সমঝোতা করা হয়। এর ফলে সন্দেজভাজন আল-কায়েদা সদস্যদের জিজ্ঞাসাবাদে সিআইএ’র নির্যাতন নিয়ে প্রথম প্রকাশ্য বিচার এড়িয়ে যাওয়া হয়েছে।

এর আগে বিচারক মনোবিজ্ঞানী জেমস মিচেল ও জন ব্রুস জেসেনকে সিআইএ-র জিজ্ঞাসাবাদ পদ্ধতির আবিষ্কারক হিসেবে উল্লেখ করেছেন। বিচারক বলেছেন এই দুই মনোবিজ্ঞানী জিজ্ঞাসাবাদের নির্যাতনমূলক পদ্ধতির শিকার হয়েছেন অভিযোগকারী ব্যক্তিরা। জুরিরা ঠিক করবেন দুই মনোবিজ্ঞানীর আবিষ্কৃত পদ্ধতির ফলে নির্যাতনের শিকার হওয়ার ব্যক্তিদের যে মানসিক ও শারীরিক ক্ষতি হয়েছে সেটার আর্থিক ক্ষতিপূরণ তাদের ওপর বর্তায় কি না।

সিআইএ-র সঙ্গে এই দুই মনোবিজ্ঞানী ৭৫-৮১ মিলিয়ন ডলারের চুক্তি ছিল। এই চুক্তির আওতায় তারা সিআইএ-র জন্য নির্যাতনমূলক জিজ্ঞাসাবাদের পদ্ধতির উদ্ভাবন করেছিলেন। সূত্র: ফ্রান্স টুয়েন্টিফোর

/এএ/