ওয়াশিংটনে ট্রেনের বগি ছিটকে মহাসড়কে, প্রাণহানির আশঙ্কা

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে মহাসড়কে আছড়ে পড়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, লাইনচ্যুত বগিতে অনেক যাত্রী ছিলেন। ফলে অনেক প্রাণহানির আশঙ্কা রয়েছে।

_99257594_traincrash

দুর্ঘটনাটি ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে। পোর্টল্যান্ড থেকে সিয়াটলে যাওয়ার পথে ৪৫ মিনিট চলার পর দুর্ঘটনায় পড়ে ট্রেনটি। দুর্ঘটনার আগমুহূর্তে ট্রেনটি ঘণ্টায় ৮০ মাইল গতিতে (১৩০ কিলোমিটার) চলছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, দুটি বগি লাইনচ্যুত হয়ে নিচে থাকা আই-ফাইভ হাইওয়েতে আছড়ে পড়ে। ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, সড়কে ও আশপাশে আহত মানুষদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পিয়ার্স কাউন্টির শেরিফ বিভাগ জানায়, ট্রেনের বগি সড়কে বেশ কয়েকটি প্রাইভেট কারকে বিধ্বস্ত করেছে। অনেকেই ধ্বংসস্তূপে আটকা পড়েছেন। অনেকেই নিহত হতে পারেন।

শেরিফের কার্যালয় আরও জানায়, সড়কে যানবাহনে থাকা কেউ নিহত হয়নি। তবে অনেকে আহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ট্রেনটি উচ্চ গতির নতুন রেল লাইন দিয়ে চলছিল। এই নতুন রেল লাইন দিয়ে এটাই ছিল প্রথম ট্রেন চলাচল।