বিচারে বাধা দেওয়ার অভিযোগ থেকে ট্রাম্প অব্যাহতি পাননি: মুলার

যুক্তরাষ্ট্রের সাবেক বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার বলেছেন, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হস্তক্ষেপ সম্পর্কে তার তদন্ত প্রতিবেদনে বিচারে বাধা দেওয়ার অভিযোগ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অব্যাহতি দেওয়া হয়নি। বুধবার মার্কিন কংগ্রেসে শুনানিতে এ কথা বলেছেন মুলার। যদিও ট্রাম্প দাবি করে আসছেন তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

9DA1F15F-9CD3-41EF-AF1B-DEFF74EF8DCC_w1023_r1_s

২০১৬ সালের নভেম্বরে মার্কিন নির্বাচনে রুশ সংযোগের বিষয়টি অনেক দিন ধরেই আলোচনার কেন্দ্রে। নির্বাচনকে প্রভাবিত করে ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে রাশিয়া প্রপাগান্ডা ছড়িয়েছিল। এক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে বড় ভূমিকা রেখেছিল দেশটি। এমনটাই আশঙ্কা করছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। সংস্থাটির পরিচালকের পদ থেকে জেমস কোমিকে বরখাস্তের পর এই তদন্ত মার্কিন প্রেসিডেন্টের দিকে মোড় নেয়। ২০১৭ সালের মে মাসে এ সংক্রান্ত তদন্তের দায়িত্ব পান সাবেক এফবিআই পরিচালক রবার্ট মুলার। মার্চে দেশটির আইনমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেন তিনি। গত ১৮ এপ্রিল প্রায় ৪৫০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনটি দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগে রয়েছে নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সংক্রান্ত আলোচনা। আর দ্বিতীয় ভাগে রয়েছে তদন্ত ও বিচার বাধাগ্রস্ত করতে ট্রাম্প ও তার প্রচারণা শিবিরের প্রচেষ্টা।

রবার্ট মুলারের তদন্ত প্রতিবেদনে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের প্রমাণ মিললেও ট্রাম্প ও তার প্রচারণা শিবিরের সঙ্গে ক্রেমলিনের কোনও ‘অপরাধমূলক’ কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি। ২৩ মাসের তদন্ত শেষে এ সংক্রান্ত প্রতিবেদন জনসম্মুখে আনা হয়। মুলারের অনুসন্ধান অনুযায়ী, মার্কিন নির্বাচনে হিলারি ক্লিনটনকে পরাজিত করতে রাশিয়া তৎপর ছিল। তবে তাদের নির্বাচনি হস্তক্ষেপের আকাঙ্ক্ষার সঙ্গে ট্রাম্প শিবিরের ষড়যন্ত্র বা সমন্বয়মূলক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি। মুলারের দাবি, তার তদন্তে ট্রাম্পের কর্মকর্তাদের অসহযোগিতা বা অস্বীকৃতিই এর মূল কারণ। মুলার তার প্রতিবেদনের উপসংহারে বলেছেন, ট্রাম্পকে অপরাধী প্রমাণের মতো তথ্য তার কাছে নেই। তবে মার্কিন প্রেসিডেন্টকে নিরপরাধ বলে দায়মুক্তিও দেননি তিনি। বলেছেন, ট্রাম্প অপরাধ করেছেন কিনা তা বলা কঠিন। কংগ্রেস চাইলে এ নিয়ে নতুন করে তদন্ত করতে পারে।

শুনানির শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান জ্যারল্ড ন্যাডলার জানতে চান, আপনি কি প্রেসিডেন্টকে সম্পূর্ণরূপে অব্যাহতি দিয়েছেন?

জবাবে মুলারের বলেন, না। প্রেসিডেন্টের বিরুদ্ধে যে সব কর্মকাণ্ডের অভিযোগ আছে তা থেকে প্রেসিডেন্টকে অব্যাহতি দেওয়া হয়নি।

মুলার আরও বলেন, কিন্তু এ জন্য তাকে অভিযুক্ত করা যাবে না। কারণ বিচার বিভাগের এ রকম নীতি রয়েছে যে ক্ষমতাসীন প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করা যায় না।