চীনের হয়ে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার সিঙ্গাপুরের নাগরিকের

সিঙ্গাপুরের এক নাগরিক যুক্তরাষ্ট্রে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির কথা স্বীকার করেছেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, জুন ওয়েই ইয়ো নামের ওই ব্যক্তি আমেরিকায় রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানকে চীনা গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য সংগ্রহের কাজে লাগিয়েছেন। ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই স্বীকারোক্তির কথা প্রকাশ পেলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

_113640250_102dff19-1f45-4d14-841b-01f8f8f4b9f8

গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। ‘আমেরিকান ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে সুরক্ষিত রাখার স্বার্থে’ শুক্রবারের (২৪ জুলাই) মধ্যে হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপকে ‘রাজনৈতিক উসকানি’ উল্লেখ করে চীন প্রতিশোধের হুমকি দিয়েছিল। এরপরই চেংডুতে মার্কিন কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয় বেইজিং।

যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার জুন ওয়েই ইয়ো, ওরফে ডিকসন ইয়ো একটি ফেডারেল কোর্টে চীনা সরকারের অবৈধ এজেন্ট হিসেবে কাজ করার স্বীকার করেছেন। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি এই কাজ করেছেন।

এর আগে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল রাজনৈতিক পরামর্শ প্রতিষ্ঠানকে জনগণের জন্য প্রকাশযোগ্য নয় এমন সব তথ্য চীনা সরকারের সংগ্রহের ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন।

স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ইয়ো জানিয়েছেন, উচ্চ মাত্রা নিরাপত্তার স্বীকৃতি পাওয়া ব্যক্তিদের তিনি খুঁজে বের করতেন এবং ভুয়া মক্কেলদের জন্য প্রতিবেদন তৈরি করতেন তাদের নিয়ে।

২০১৯ সালে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তাকে গ্রেফতার করা হয়।

পৃথকভাবে সেনাবাহিনীর সঙ্গে জড়িত থাকার বিষয়টি গোপন রাখা এক চীনা গবেষককেও গ্রেফতার করা হয়েছে।