যুক্তরাষ্ট্রের উইসকনসিনে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের একটি পানশালায় বন্দুকধারীর গুলিতে অন্তত ৩ জন নিহত ও অপর দুই জন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার সকালে কেনোশা কাউন্টির সমার্স নামের গ্রামে এই ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

কেনোশা কাউন্টির সার্জেন্ট ডেভিড রাইট জানান, সমার্স গ্রামের সমার্স হাউজ পানশালায় এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, সন্দেহভাজন হামলাকারী পলাতক। এই গুলিবর্ষণের পরিকল্পিত এবং বিচ্ছিন্ন ঘটনা বলে প্রতীয়মান হচ্ছে।

সার্জেন্ট জানান, কর্মকর্তারা নিহতদের শনাক্ত করার চেষ্টা করছেন। তদন্তের জন্য পানশালামুখী রাস্তা রবিবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে ইন্ডিয়ানাপোলিস শহরে ফেডএক্স ভবনে বন্দুক হামলায় অন্তত ৮ জন নিহত হন। ধারণা করা হচ্ছে হামলাকারী নিজেও আত্মহত্যা করেছে।

পুলিশ মুখপাত্র গানায় কুক জানান, ইন্ডিয়ানাপুলিস বিমানবন্দরের কাছে এই গুলিবর্ষণের ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

গত মাসে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি সরকারি ভবনে গুলিতে এক শিশুসহ চার জন নিহত হন।

২২ মার্চ কলোরাডোর একটি মুদির দোকানে গুলিবর্ষণে নিহত হয় ১০ জন। এই ঘটনার এক সপ্তাহের কম সময়ে এক ব্যক্তি ছয় নারীসহ ৮জনকে গুলি করে হত্যা করে জর্জিয়ার আটলান্টায়।

যুক্তরাষ্ট্রে প্রতি বছর বন্দুক সহিংসতায় প্রায় ৪০ হাজার প্রাণহানি ঘটে। এদের অর্ধেকের বেশি মৃত্যু হয় আত্মহত্যার ঘটনায়।