চলন্ত বিমান থেকে লাফিয়ে পড়লেন এক ব্যক্তি

ককপিটে ঢুকতে ব্যর্থ হয়ে চলন্ত বিমান থেকে লাফিয়ে পড়েছেন এক ব্যক্তি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরের এ ঘটনার পেছনে কোন নাশকতার চেষ্টা ছিল কিনা তদন্তে নেমেছে কর্তৃপক্ষ।

শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০মিনিটে এ ঘটনা ঘটে। স্কাইওয়েস্ট এয়ারলাইনস পরিচালিত ইউনাইটেড এক্সপ্রেসের ফ্লাইটটি সল্টলেক সিটির উদ্দেশ্যে যাত্রা করেছিল। হঠাৎ বিমানের ককপিটে প্রবেশের বেশ কয়েকবার চেষ্টা চালান তিনি।

ফ্লাইটের ক্রুরা জানান, বিমানটি রানওয়ের দিকে চলা শুরু করলে সে তার আসন থেকে উঠে পড়েন। একপর্যায়ে জরুরি দরজা দিয়ে লাফিয়ে পরার আগে তিনি ককপিটের দরজায় আঘাত করেন। তার এমন কাণ্ডে বিমানের যাত্রীরা কিছুটা আতঙ্কিত হন। পরে বিমানের দরজা খুলে জরুরি স্লাইডের মাধ্যমে লাফিয়ে পড়েন তিনি।

তবে শেষ রক্ষা হয়নি তার। কিছুক্ষণের মধ্যেই আটক হয় পুলিশের হাতে। লাফিয়ে পড়ার সময় আঘাত পাওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে ওই ব্যক্তিকে। তার উদ্দেশ্য কী ছিলো এখনও বের করতে পারেনি সংশ্লিষ্টরা। তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এবং পুলিশ এ ঘটনার অনুসন্ধানে নেমেছে।