উইঘুর মুসলিম নির্যাতন, চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ

চীনের জিনজিয়াং প্রদেশ থেকে পণ্য আমদানি বন্ধে একটি বিল পাস করেছে যুক্তরাষ্ট্র। সেখানকার সংখ্যাগরিষ্ঠ উইঘুর ও অন্যান্য মুসলিম সম্প্রদায়ের ওপর দেশটির সরকারের অমানবিক আচরণে মার্কিন আইনসভায় বিলটি পাস হয়।

জিনজিয়াং থেকে পণ্য আমদানি নিষিদ্ধে করতে স্থানীয় সময় বুধবার বিলটি উত্থাপন করে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। সিনেটের রিপাবলিকানপন্থী সদস্য মার্কো রুবিও এবং ডেমোক্র্যাটপন্থী জেফ মার্কলে যৌথভাবে বিলটি উত্থাপন করেন।

এক বিবৃতিতে রুবিও জানান, ‘চীনা কমিউনিস্ট পার্টির সরকার দিনের পর দিন মানবতার বিরুদ্ধে যে অপরাধ করে চলছে তা দেখে আমরা চোখ বুজে থাকতে পারি না। চীনা সরকার সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের কাছ থেকে জোরপূর্বক কাজ আদায় করে বিপুল মুনাফা অর্জন করছে। তাদের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হচ্ছে, তা আমরা করতে দিতে পারি না’।

এই বিল এখন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে পাস হতে হবে। এরপর মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের স্বাক্ষর হলে এটি আইনে পরিণত হবে।

চীনের ৮৫ শতাংশ তুলা জিনজিয়াংয়ে উৎপন্ন হয়। বিশ্বে সরবরাহের দিক থেকে তারা পঞ্চম অবস্থানে রয়েছে। 

মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশের বন্দিশিবিরগুলোতে উইঘুরসহ অন্তত ১০ লাখ মুসলিমকে আটকে রেখেছে চীন। এসব গণআটক কেন্দ্রে বন্দিদের ওপর নির্মম নির্যাতন, জোরপূর্বক শ্রমিক হিসেবে কাজ করানো এবং যৌন নির্যাতনের অভিযোগ বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে। তবে চীন এগুলোকে 'সন্ত্রাস দমনের লক্ষ্যে পরিচালিত পুনঃশিক্ষণ কেন্দ্র' হিসেবে বর্ণনা করে থাকে।