দুনিয়ার সবচেয়ে বড় মুখের নারীর সন্ধান

দুনিয়ার সবচেয়ে বড় মুখের নারীর সন্ধান পাওয়া গেছে যুক্তরাষ্ট্রে। তিনি হাঁ করলে অবাক হয়ে যান অনেকেই। সামান্থা রামসডেলের নাম এখন সর্বত্র। ইতোমধ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন এই মার্কিন নারী। 

কানেকটিকাট অঙ্গরাজ্যের সামান্থার মুখের হাঁ সবচেয়ে বড়। যা রীতিমতো ভাইরাল সংবাদমাধ্যমসহ সামাজিক মাধ্যমেও। সামান্থা রামসডেলের মুখ অন্যদের থেকে অনেক বড়। নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাঁ করে ছবি পোস্ট করেন। ছোটবেলা থেকেই নাকি তার মুখ অন্যদের তুলনায় বেশ বড়। অনেকেই দেখে আঁতকে ওঠেন। মুখের আকৃতি অন্যদের তুলনায় আলাদা হওয়ার কারণেই বেশ পরিচিত তিনি। 

সামান্থার মুখের মাপ আড়াই ইঞ্চি যা ৬ দশমিক ৫২ সেন্টিমিটার। অন্যভাবে মাপা হলে বেড়ে ১০ সেন্টিমিটারের বেশি হয়।

মুখের আকৃতি নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ ঘটনাটি যাচাই করে আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে সনদ প্রদান করেছে। রামসডেলে বলেন, ‘বড় মুখের কারণে এতটা জনপ্রিয় হবো কখনো ভাবিনি’। এদিকে অনেকেই তাকে দেখার আগ্রহ প্রকাশের কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।