যুক্তরাষ্ট্রে আঘাত হানছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আইডা’

মেক্সিকো উপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আইডা’ যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে আঘাত হানতে যাচ্ছে। ঘণ্টায় সর্বোচ্চ ২৪০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো বাতাস বইতে পারে।

হারিকেনের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। মার্কিন আবহাওয়া দফতর বলছে, ২০০৫ সালে নিউ অরলিয়েন্সে ঘূর্ণিঝড় ক্যাটরিনা যে তাণ্ডব চালিয়েছিল তার চেয়ে ভয়াবহ হতে পারে আইডা। রবিবার যেকোনও সময় তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড়টি। এখন চারমাত্রার ক্যাটাগরিতে রূপ নিয়েছে।

ক্ষয়ক্ষতি এড়াতে সরিয়ে নেওয়া হয়েছে হাজার হাজার মানুষকে। আতঙ্কে মানুষজন এলাকা ছাড়তে গিয়ে সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ আরও বেড়েছে।

জাতীয় হারিকেন কেন্দ্র থেকে বলা হয়েছে, রবিবার সম্ভাব্য বিপর্যয়কর ঝড়ো বাতাসে ক্ষয়ক্ষতি হতে পারে। ভারী বৃষ্টিপাতে উপকূলীয় এলাকায় বন্যা দেখে দেবে।

গভর্নর জন বের এডওয়ার্ডস বাসিন্দাদের সতর্ক করে বলেন, ঝড়ের সময় আপনাদের ঘরের জানালা বন্ধ রাখুন। আবহওয়া খুবই খারাপ থাকবে’।

লুইজিনিয়ার প্রতিবেশি অঙ্গরাজ্য মিসিসিপিতে জরুরি সতর্কতা জারি করেছেন গভর্নর। এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন ঘূর্ণিঝড় আইডাকে খুবই বিপজ্জনক অ্যাখা দিয়েছেন। কেন্দ্রীয় সরকার সহায়তা করতে প্রস্তত বলেও জানান বাইডেন।