যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৪১

উত্তর-পূর্বাঞ্চলের চার অঙ্গরাজ্যে টর্নেডো ও আকস্মিক বন্যায় অন্তত ৪৩ জনের মৃত্যুর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জলবায়ু সংকট মোকাবিলায় ‘ঐতিহাসিক বিনিয়োগ’ প্রয়োজন। যুক্তরাষ্ট্র জলবায়ু সংশ্লিষ্ট ধ্বংসযজ্ঞ মোকাবিলা করছে জানিয়ে প্রেসিডেন্ট বলেন, এটি মোকাবিলা করা এখন জীবন ও মৃত্যুর বিষয় হয়ে দাঁড়িয়েছে।

নিউ ইয়র্ক সিটি এবং নিউ জার্সিতে অভূতপূর্ব মাত্রার বৃষ্টিপাত হয়েছে। বহু বাসিন্দা বাড়ির বেজমেন্ট এবং গাড়িতে আটকা পড়েন। চারটি অঙ্গরাজ্যে প্রাণহানি ঘটেছে।

নিউ জার্সি গভর্নর ফিল মারফি জানিয়েছেন তার রাজ্যে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই পানি বাড়ার সঙ্গে সঙ্গে গাড়িতে আটকা পড়ে মারা যান। নিউ ইয়র্কে মৃত্যু হয়েছে দুই বছরের শিশুসহ অন্তত ১৪ জনের। এর মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে পানিবন্দি বেজমেন্টে আটকা পড়ে। এছাড়া পেনসিলভানিয়ায় তিন জন এবং কানেকটিকাটে আরও এক জনের মৃত্যু হয়েছে।

নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডে ব্লাসিও আবহাওয়া বিশেষজ্ঞদের সমালোচনা করে বলেন, কয়েক মিনিটের মধ্যেই পূর্বাভাস উপহাসে পরিণত হয়েছে। তিনি জানান, বিশেষজ্ঞরা তাকে সতর্ক করে জানিয়েছিলেন দিনভর তিন থেকে ছয় ইঞ্চি বৃষ্টিপাত হবে। কিন্তু সেন্ট্রাল পার্ক এলাকায় এক ঘণ্টাতেই বৃষ্টি হয়েছে তিন দশমিক ১৫ ইঞ্চি।

নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোসুল বলেন, ‘আমরা জানতাম না গত রাত আটটা ৫০ মিনিট থেকে নয়টা ৫০ মিনিটের মধ্যে আক্ষরিকভাবে স্বর্গ খুলে যাবে আর নিউ ইয়র্কের সড়কে নায়াগ্রা জলপ্রপাত মাত্রার পানি প্রবাহিত হবে।’