ইরানের ৪ গোয়েন্দার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ

ইরানের চার গোয়েন্দা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের রাজস্ব দফতর। এসব গোয়েন্দার বিরুদ্ধে ইরানি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক ও অধিকার কর্মীদের অপহরণের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার মার্কিন রাজস্ব দফতরের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইরানি গোয়েন্দা কর্মকর্তা আলিরেজা শাহাভারোগি ফারহানির নেতৃত্বাধীন একটি গোয়েন্দা দল যুক্তরাষ্ট্রভিত্তিক এক রিপোর্টারকে অপহরণের ষড়যন্ত্র করে। তবে ওই সাংবাদিকের নাম প্রকাশ করা হয়নি।

মার্কিন রাজস্ব দফতরের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ শাখার পরিচালক আন্দ্রে এম গাসকি বলেন, সমালোচকদের কণ্ঠ রোধের চলমান তৎপরতার আরেকটি উদাহরণ হলো ইরান সরকারের অপহরণ ষড়যন্ত্রটি।