ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত নিউ জার্সি ও নিউ ইয়র্ক পরিদর্শনে বাইডেন

শক্তিশালী ঘূর্ণিঝড় আইডায় ক্ষতিগ্রস্ত নিউ জার্সি ও নিউ ইয়র্ক পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে হতাহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ঘূর্ণিঝড় আইডাকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী করেন প্রেসিডেন্ট বাইডেন।

সম্প্রতি প্রবল ঘূর্ণিঝড় আইডার প্রভাবে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, নিউ ইয়র্ক, লুইজিয়ানাসহ আরও বেশি কিছু জায়গা। ভেঙে যায় বহু ঘর-বাড়ি। বিচ্ছিন্ন হয়ে পড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যান জো বাইডেন।

সামনের ঝড় মোকাবিলায় নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের অবকাঠামো মজবুত করে তৈরি করতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।

নিউজ সার্জিতে এক ব্রিফিং-এ তিনি বলেন, দেশের প্রতিটি জায়গায় অতিরিক্ত তাপমাত্রা বয়ে যাচ্ছে। আমরাই পারি খারাপ পরিস্থিতি ঠেকাতে। 

ঘূর্ণিঝড় আইডার আঘাতে নিউ জার্সিতে ২৭ জন মারা গেছেন। আর নিউ ইয়র্কে ১৩। অঙ্গরাজ্যটির প্রশাসন জানিয়েছে এখনও ৪ জন নিখোঁজ।