যুক্তরাষ্ট্র ‘নতুন শীতল যুদ্ধ’ চায় না: চীনকে ইঙ্গিত করে বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন শীতল যুদ্ধ চায় না। মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশ করে একথা বলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র যে কোনও দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত, যেসব দেশ এগিয়ে আসবে এবং শান্তিপূর্ণ সমাধান থেকে শুরু চ্যালেঞ্জ ভাগাভাগি করতে চায়। এমনকি যদি অন্যদের সঙ্গেও বিভিন্ন ক্ষেত্রে ভিন্নমত থাকে তবুও কাজ করতে প্রস্তুত আমরা।

আফগানিস্তানে যুদ্ধের অবসানের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র নিরলস কূটনীতির এক নতুন যুগের সূচনা করেছে।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত রয়েছে যদি প্রয়োজন পড়ে। কিন্তু সামরিক শক্তি শেষ অস্ত্র হওয়া উচিত।

বাইডেন বলেন, লক্ষ্য অবশ্যই স্পষ্ট ও অর্জনযোগ্য এবং মার্কিন জনগণের সম্মতিতে হতে হবে এবং যখন সম্ভব মিত্রদের সম্ভাব্য অংশীদারিত্বের ভিত্তিতে।