বাইডেন-ম্যাক্রোঁ ‘বন্ধুত্বপূর্ণ’ ফোনালাপ, যুক্তরাষ্ট্রে ফিরছেন ফরাসি দূত

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফোনালাপ করেছেন। বুধবার দুই নেতার মধ্যে বন্ধুত্বপূর্ণ এই ফোনালাপ হয়েছে। হোয়াইট হাউজ জানিয়েছে, এই ফোনালাপ ৩০ মিনিট স্থায়ী হয়। এরপরই ফরাসি রাষ্ট্রদূতকে ওয়াশিংটনে ফেরার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

অস্ট্রেলিয়ার কাছে সাবমেরিন প্রযুক্তি বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যে বিরোধ তৈরি হয়। এরপরই ওয়াশিংটন থেকে রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে নেয় ফ্রান্স।

বুধবার জো বাইডেন ও ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যে ফোনালাপের পর বিরোধ নিরসনে দুই নেতা সশরীরে সাক্ষাত করতে চেয়েছেন। দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, আত্মবিশ্বাস তৈরি করতে গভীর আলোচনা করেছেন দুই নেতা। অক্টোবরের শেষে ইউরোপে সাক্ষাৎ করতে চেয়েছেন তারা।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন পিসাকি সাংবাদিকদের বলেছেন আলোচনা বন্ধুত্বপূর্ণ ছিলো। আর বাইডেন আশাবাদী যে সম্পর্ক স্বাভাবিক হবে।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপীয় প্রতিরক্ষা জোরালো করার প্রয়োজনীয় স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। ফরাসি নেতা বারবারই এই পরিকল্পনার কথা বলে আসছেন।