৩০০ রুশ কূটনীতিককে বহিষ্কারের আহ্বান মার্কিন সিনেটরদের

যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ার ৩০০ কূটনীতিককে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন একাধিক মার্কিন সিনেটর। যদি রাশিয়ায় ওয়াশিংটনের প্রতিনিধিত্ব করতে মার্কিনিদের পর্যাপ্ত ভিসা না দেয়, তবে মস্কোর কূটনীতিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানান তারা। মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়র্টাস।

ডেমোক্র্যাটস বব মেনেন্দেজ, মার্ক ওয়ার্নার এবং রিপাবলিকান জিম রিশ ও মার্কো রুবিও’র নতুন করে এমন মন্তব্যে ওয়াশিংটন-মস্কোর উত্তেজনা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, রাশিয়া চলতি মাসের আগস্টে মস্কোর মার্কিন দূতাবাসকে রাশিয়ান বা তৃতীয় দেশের কর্মীদের ধরে রাখা, নিয়োগ দেওয়া বা চুক্তি করতে নিষেধ করেছে। ১৮২ কর্মচারী এবং বেশ কয়েক ঠিকাদারকে ছেড়ে দিতে বাধ্য করেছে।

এদিকে মস্কোতে যুক্তরাষ্ট্রের মাত্র ১০০ কূটনীতিক রয়েছে, বিপরীতে যুক্তরাষ্ট্রে মস্কোর ৪০০ কূটনীতিক আছে বলে জানান সিনেটররা। যদিও এ বিষয়ে হোয়াইট হাউজ ও মার্কিন পররাষ্ট্র দফতরের মন্তব্য পাওয়া যায়নি।