দ্রুতই হাসপাতাল ছাড়বেন ক্লিনটন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মুখপাত্র জানান, ৭৫ বছর বয়সী এই রাজনীতিককে মঙ্গলবার দেশটির একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার করোনাভাইরাসজনিত কোনও সমস্যা নেই। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুতই তিনি হাসপাতাল ছাড়তে পারবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ক্লিনটনের অসুস্থতার বিষয়ে স্পষ্ট কোনও ধারণা দেননি তার মুখপাত্র। বিবিসি’র খবরে বলা হয়েছে, তার পুরনো হৃদরোগ রয়েছে।

চিকিৎসকদের এক বিবৃতিতে বলা হয়েছে, তার চিকিৎসায় অ্যান্টিবায়োটিক ও তরল  দেওয়া হয়েছে। দুই দিনের চিকিৎসার পর তার সাদা রক্তের কোষের সংখ্যা কমতে শুরু করেছে এবং অ্যান্টিবায়োটিকে ভালো সাড়া দিচ্ছেন।

হাসপাতালের চিকিৎসকরা নিউ ইয়র্কে থাকা ক্লিনটনের মেডিক্যাল টিম, তার হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা জানিয়েছেন, শিগগিরই তিনি হাসপাতাল ছেড়ে যাবেন।

১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ক্লিনটন। ১৯৯৮ সালে তিনি অভিসংশনের মুখোমুখি হন হোয়াইট হাউসের ইন্টার্ন মনিকা লিওনস্কির সঙ্গে সম্পর্কের বিষয়ে তদন্তকারীদের কাছে মিথ্যা বলার কারণে। সিনেটের বিচারে তিনি বেকসুর খালাস পান।