লম্বা চুল নিষিদ্ধের প্রতিবাদে আদালতে শিক্ষার্থীরা

লম্বা চুল নিষিদ্ধ করার প্রতিবাদে টেক্সাসের একটি স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে সাত শিক্ষার্থী। তাদের অভিযোগ, লম্বা চুল রাখার শাস্তি হিসেবে ৯ বছরের এক ছেলেকে এক মাস বরখাস্ত, তার বিশ্রাম ও সাধারণ মধ্যহ্নভোজের বিরতি বাতিল করেছেন স্কুল কর্মকর্তারা।

শিক্ষার্থীদের হয়ে মামলাটি করেছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন অব টেক্সাস। অভিযোগে ওই ছেলেসহ ৭ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা বলছে, স্কুলের এই পোশাকবিধি সংবিধানের লঙ্ঘন এবং যৌন বৈষম্য ঠেকানোর আইন পরিপন্থী।

বৃহস্পতিবার স্কুল ডিস্ট্রিক্টের পক্ষ থেকে বলা হয়েছে, তারা মামলাটি পর্যালোচনা করছেন। এক বিবৃতিতে নারী মুখপাত্র বলেন, ম্যাগনোলিয়া ইন্ডিপেন্ডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট ভিন্ন দৃষ্টিভঙ্গিকে শ্রদ্ধা করে এবং নাগরিকের পরিবর্তন চাওয়ার অধিকারকেও শ্রদ্ধা করে।

এই স্কুল ডিস্ট্রিক্টের আওতায় প্রায় ১৩ হাজার শিক্ষার্থী রয়েছে। তাদের পোশাকবিধি অনুসারে, ছেলের চুল তাদের চোখের উপর আসতে পারবে না, কানের নিচের অংশ ছাড়িয়ে যেতে পারবে না অথবা শার্টের কলারের নিচের অংশের চেয়ে বেশি হবে না। সমালোচনার মুখেও কর্তৃপক্ষ নিজেদের সমর্থনে বলেছে, এতে আমাদের কমিউনিটির মূল্যবোধের প্রতিফলন। সূত্র: বিবিসি