নিরাপত্তা হেফাজতে জাতিসংঘ দফতরের সামনের সেই অস্ত্রধারী

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনের সেই ‘অস্ত্রধারী’ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। তাকে নিরাপত্তা হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

লাইভ নিউজ ভিডিওতে জাতিসংঘের কম্পাউন্ডের বেষ্টনীর বাইরে ওই ব্যক্তিকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে দেখা গেছে।

টুইটারে দেওয়া পোস্টে নিউ ইয়র্কের পুলিশ বিভাগ জানিয়েছে, ওই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় জনসাধারণের জন্য আর কোনও হুমকি অবশিষ্ট নেই।

এর আগে বৃহস্পতিবার জাতিসংঘ সদর দফতরের বাইরের রাস্তায় ওই ব্যক্তিকে অস্ত্র হাতে দেখা যাওয়ার পর দ্রুত সেখানকার নিরাপত্তা জোরদার করা হয়। জাতিসংঘ ভবন ঘিরে রাখে পুলিশ। বন্ধ করে দেওয়া হয় সদর দফতরের প্রবেশ পথ। তবে ভবনের ভেতরে দাফতরিক কার্যক্রম চালু ছিল।

এরইমধ্যে ঘটনা তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। টুইটারে দেওয়া পোস্টে তদন্তের স্বার্থে লোকজনকে ২৪ স্ট্রিট ও ফার্স্ট অ্যাভিনিউ এলাকায় প্রবেশ না করার আহ্বান জানিয়েছে পুলিশ।