মতবিরোধের মধ্যে পোল্যান্ড পৌঁছেছেন কমলা হ্যারিস

ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানো নিয়ে মতবিরোধের মধ্যে পোল্যান্ড পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এই সফরে ইউক্রেনে যুদ্ধবিমান পাঠানো নিয়ে সরাসরি পোলিশ নেতাদের সঙ্গে আলোচনা হতে পারে।

ইউক্রেনে রুশ হামলা মোকাবিলায় পোল্যান্ডকে যুদ্ধবিমান সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছিলেন  প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে সম্মতি দেয় পোল্যান্ড সরকারও। কিন্তু এই ইস্যুতে মতবিরোধে জড়ায় দুই ন্যাটো মিত্র পোল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

 এরই মধ্যে বুধবার পোল্যান্ডের রাজধানী ওয়ারস পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ড কমলা হ্যারিস। তিন দিনের এই সফরে রোমানিয়াতেও যাবেন তিনি। তার এই সফরে জট কাটার বার্তা মিলতে পারে বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের আশঙ্কা ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহ করা হলে রাশিয়ার সঙ্গে সরাসরি ন্যাটো জোটের যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, এতে সংকট বেড়ে যাওয়ার উচ্চ-ঝুঁকি রয়েছে।

কমলা হ্যারিসের সফর শুরুর আগে মার্কিন প্রশাসনের এক সিনিয়র কর্মকর্তা জানান, ভাইস প্রেসিডেন্টের পোল্যান্ড সফরে ‘অবশ্যই’ যুদ্ধবিমান পাঠানো নিয়ে আলোচনা হবে। তবে এই আলোচনা কিভাবে হবে তা নিয়ে কোনও প্রতিশ্রুতি দিতে অস্বীকৃতি জানান তিনি।

সূত্র: বিবিসি