ইউক্রেনের জন্য আরও ৪০০০ কোটি ডলার সহযোগিতায় বাইডেনের স্বাক্ষর

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে সহযোগিতার জন্য আরও ৪০০০ কোটি ডলারের একটি বিলে স্বাক্ষর করেছেন। ইউক্রেনে রুশ আক্রমণ চতুর্থ মাসে গড়ানোর আগে এই সহযোগিতার অনুমোদন দিলেন তিনি। ক্ষমতা গ্রহণের পর প্রথম এশিয়া সফরে দক্ষিণ কোরিয়া অবস্থানকালে তিনি বিলটিতে স্বাক্ষর করেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে।

সর্বদলীয় সমর্থনে এই বিলটি কংগ্রেসে পাস হয়েছে। যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার সময়ে এই বিলটি ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ।

রুশ আক্রমণ মোকাবিলা করে রাজধানী কিয়েভকে রক্ষা করতে সক্ষম হয়েছে ইউক্রেন। কিয়েভে সুবিধা করতে না পেরে রুশ বাহিনী দেশটির পূর্বাঞ্চলে মনোযোগ কেন্দ্রীভূত করেছে। তবে মার্কিন কর্মকর্তারা সম্ভাব্য একটি দীর্ঘ যুদ্ধের বিষয়ে সতর্ক করছেন।

সেপ্টেম্বর মাস পর্যন্ত এই তহবিল থেকে ইউক্রেনকে সহায়তা করা হবে। এর আগে জরুরি পদক্ষেপ হিসেবে ১ হাজার ৩৬০ কোটি ডলার বরাদ্দ রেখেছিল।

নতুন বরাদ্দের মধ্যে ২ হাজার কোটি সামরিক সহযোগিতায় ব্যয় করা হবে। এর ফলে রাশিয়ার অগ্রগতি ঠেকাতে ইউক্রেনে অত্যাধুনিক অস্ত্রের সরবরাহ প্রবাহমান থাকবে।

সাধারণ অর্থনৈতিক সহায়তা হিসেবে ব্যয় করা হবে ৮০০ কোটি ডলার, বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলায় ব্যয় হবে ৫০০ কোটি ডলার। এই সংকট ইউক্রেনের কৃষি ব্যবস্থার ধসের ফলে তৈরি হতে পারে। আর শরণার্থীদের সহযোগিতায় ব্যয় করা হবে ১০০ কোটি ডলার।

বিলটিতে বাইডেন স্বাক্ষর করেছেন অস্বাভাবিক পরিস্থিতিতে। কারণ তিনি এশিয়া সফরের মাঝামাঝিতে রয়েছে। হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান, এক মার্কিন কর্মকর্তা বাণিজ্যিক ফ্লাইটে বিলটির একটি দক্ষিণ কোরিয়ার সিউলে নিয়ে আসেন প্রেসিডেন্টের কাছে স্বাক্ষর করার জন্য।

এই ঘটনা ইউক্রেনকে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের তাগিদের প্রতিফলন। একই সঙ্গে বাইডেন যে আন্তর্জাতিক প্রতিবন্ধকতা মোকাবিলা করছেন সেটিকেও ছাপিয়ে যাওয়া। এমনকি তিনি যখন আমেরিকার পররাষ্ট্রনীতিকে চীনকে মোকাবিলায় ঢেলে সাজাতে চাচ্ছেন তখন তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম সংঘাতে সরাসরি সরঞ্জাম পাঠাতে হচ্ছে।