শতাধিক আরোহী নিয়ে অবতরণের সময় উড়োজাহাজে আগুন

শতাধিক আরোহী নিয়ে যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজ অবতরণের সময় ভয়াবহ আগুন ধরে যায়। এ সময় প্লেনটি রানওয়ে থেকে কিছুটা দূরে ছিটকে যায়। এ ঘটনায় তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। খবর মার্কিন সংবাদমাধ্যম সিবিএস-এর।

মিয়ামি বিমানবন্দরের মুখপাত্র জানিয়েছেন, মঙ্গলবার (২২ জুন) ক্রুসহ ১২৬ আরোহী নিয়ে অবতরণের সময় ল্যান্ডিং গিয়ার ভেঙে পড়ায় আগুন ধরে যায় উড়োজাহাজে।

সিবিএস তাদের প্রতিবেদনে জানিয়েছে, ডোমিনিকান রিপাবলিকের লাস আমেরিকাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা প্লেনটি স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় মিয়ামির বিমানবন্দরের রানওয়েতে ক্র্যাশ ল্যান্ডিং করে। এটি রেড এয়ারের বিমান। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ল্যান্ডিং গিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় এই পরিস্থিতির মুখে পড়েছে।

যাত্রী বোঝাই উড়োজাহাজে আগুন ধরায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়া বের হতে দেখা যায়। উড়োজাহাজটির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে ভিডিওতে। দ্রুত আগুন নেভাতে ছুটে আসে দমকল কর্মীরা। যাত্রীদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ভিডিও: