যুক্তরাষ্ট্রে মাংকিপক্স আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার পর্যন্ত মাংকিপক্স আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

সিডিসি-র তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দেশটিতে প্রায় তিন হাজার ৬০০টি মাংকিপক্স আক্রান্তের খবর পাওয়া গেছে। দেশের প্রায় প্রতিটি রাজ্যেই অন্তত একটি করে নিশ্চিত সংক্রমণের ঘটনা রয়েছে।

এই প্রাদুর্ভাবকে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণার কথা বিবেচনা করছে বাইডেন প্রশাসন।

সংবাদমাধ্যম সিএনএন-এর সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী জেভিয়ের বেসেররা বলেন, মাংকিপক্স জীবনের একটি অংশ হয়ে উঠুক, এটি নিশ্চয়ই আপনারা চাইবেন না।

তিনি প্রশ্ন রাখেন, কোভিডের তুলনায় এই ভাইরাসে কত মানুষ মারা গেছে? উত্তরটি হলো শূন্য। তার ভাষায়, ‘আমরা জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করি ডাটা ও বিজ্ঞানের ভিত্তিতে, উদ্বেগের ভিত্তিতে নয়।’

শনিবার ডব্লিউএইচও প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস মাংকিপক্স সংক্রমণকে বৈশ্বিক স্বাস্থ্যজনিত জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এটি সংস্থাটির সর্বোচ্চ সতর্কতা। এই সতর্কতা জারির ফলে সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার পথ উন্মুক্ত হয় এবং টিকা ও চিকিৎসা বিনিময়ে বাধা দূর হয়।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেছেন ডব্লিউএইচও-এর মাংকিপক্স বিষয়ক টেকনিক্যাল প্রধান রোজামুন্ড লুইস। তিনি বলেন, ডব্লিউএইচও একটি বৈশ্বিক সমন্বিত মেকানিজমের দিকে অগ্রসর হচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সঠিক কৌশল গ্রহণ করলে সংক্রমণ থামানো সম্ভব।