ইউক্রেনে ১ বিলিয়ন ডলারের অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনের জন্য নতুন ১ বিলিয়ন (১০০ কোটি) ডলারের নিরাপত্তা সহযোগিতা প্যাকেজের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে থাকতে পারে দূরপাল্লার অস্ত্র ও আর্মর্ড মেডিক্যাল ট্রান্সপোর্ট ভেহিক্যাল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত হওয়া তিনটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, এখন পর্যন্ত এটিই হবে বৃহত্তম প্যাকেজ। সোমবার এই সহযোগিতার কথা ঘোষণা করা হতে পারে।

২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনকে ৮.৮ বিলিয়ন ডলার সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট জো বাইডেন এখনও পরের অস্ত্র প্যাকেজে স্বাক্ষর করেননি। তারা সতর্কতা অবলম্বন করে বলছেন, বাইডেন স্বাক্ষরের আগে অস্ত্র প্যাকেজের মূল্য ও সরঞ্জাম বদলে যেতে পারে।

তবে বর্তমান অবস্থায় স্বাক্ষর করলে এই অস্ত্র প্যাকেজের মূল্য দাঁড়াবে ১ বিলিয়ন ডলার। এর মধ্যে থাকবে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমস (হিমার্স) এবং ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেমস (নাসামস)। এছাড়া থাকবে ৫০টি এম১১৩ আর্মর্ড মেডিক্যাল ভেহিক্যাল।

পেন্টাগন সম্প্রতি ঘোষণা দিয়েছে, ইউক্রেনীয়দের জার্মানির রামস্টেইন বিমানঘাঁটির কাছে একটি মার্কিন হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।

গত সোমবার পেন্টাগন ইউক্রেনের জন্য একটি পৃথক নিরাপত্তা প্যাকেজের ঘোষণা দিয়েছে। এর মূল্য ছিল ৫৫০ মিলিয়ন ডলার। এতে হিমার্স-এর অতিরিক্ত গোলাবারুদ ছিল।

এই বিষয়ে হোয়াইট হাউজ মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।