পুলিশের নৌকায় বিয়ের ভেন্যুতে পৌঁছালেন তারা

নৌকা ভ্রমণে গিয়ে বিপদে পড়া লোকজনকে সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্রের বোস্টন পুলিশের বন্দর টহল ইউনিট। তবে সম্প্রতি সেখানে ভিন্ন ধরনের এক ঘটনার অবতারণা হয়। আটকে পড়া একদল বরযাত্রীর জন্য নৌকা নিয়ে এগিয়ে যান জো ম্যাথিউস নামের একজন কর্মকর্তা।

শনিবার বোস্টন হারবারের মাঝামাঝি থম্পসন দ্বীপে প্যাট্রিক মাহোনি নামের এক ব্যক্তির বিয়ের কথা ছিল। কিন্তু যে নৌকাটি তাকে সেই দ্বীপে নিয়ে যাওয়ার কথা সেটি ভেঙে যায়। ফলে বরযাত্রী, ফটোগ্রাফার, ডিজে এবং ফুলের আয়োজনও আটকে যায় মূল ভূখণ্ডে।

এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন ম্যাথিউস। পুলিশ বোটে ডজনখানেকেরও বেশি মানুষকে দ্বীপটিতে নিয়ে যান তিনি।

সংবাদমাধ্যম দ্য বোস্টন গ্লোবের সঙ্গে আলাপকালে প্যাট্রিক মাহোনি বলেন, তারা দ্রুত বরযাত্রীসহ সবাইকে দ্বীপে নিয়ে আসে।

এমন দরকারের মুহূর্তে মানুষের সহায়তায় এগিয়ে আসতে পেরে খুশি জো ম্যাথিউস। তিনি বলেন, দৃশ্যত তারা খুশি হয়েছে। আর তাদের সহায়তা করতে পেরে আমরাও খুশি ছিলাম। এটি সব কাজ করে। সূত্র: ইন্ডিপেনডেন্ট।