‘হাতুড়ি হামলায়’ গুরুতর আহত ন্যান্সি পেলোসির স্বামী

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর হাতুড়ি হামলা চালিয়েছে এক আততায়ী। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে ৪২ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ।

বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর বাড়িতে প্রবেশ করে হামলাকারী। সে ন্যান্সি পেলোসি’র খোঁজে বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করে। পল পেলোসির ওপর হামলাকারী ন্যান্সি পেলোসিকে হামলার জন্য খুঁজছিল। হামলাকারী পল পেলোসির মুখোমুখি হয়ে কোথায় ন্যান্সি পেলোসি, কোথায় ন্যান্সি পেলোসি বলে চিৎকার করে। এরপরই পলের ওপর হামলা চালায়। হামলাকারীর উদ্দেশ্য এখনও জানা যায়নি।

সান ফ্রান্সিসকোয় ন্যান্সি পেলোসির বাড়ি

এ ঘটনার সময় ন্যান্সি পেলোসি বাড়িতে ছিলেন না। প্রশাসনিক কাজে ওয়াশিংটনে ছিলেন তিনি। খবর পেয়েই ছুটে আসেন তিনি।

ডেমোক্র্যাটের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, শুক্রবার ভোরে পলের ওপর হামলা হয়। সে স্পিকারের সঙ্গে দেখা করতে চেয়ে হুমকি দিচ্ছিল।

গুরুতর আহত পল পেলোসি জুকারবার্গ সান ফ্রান্সিসকো জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আঘাত গুরুতর হলেও চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা যাচ্ছে।