১৬ বছর ধরে কাজ করা কর্মীকে ভোর ৩টায় ছাঁটাই করলো গুগল

গুগলের মালিক প্রতিষ্ঠান অ্যালফাবেট প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের ১২ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। টেক জায়ান্ট কোম্পানিটির সিইও সুন্দর পিচাইয়ের এক মেমোর মাধ্যমে ছাঁটাইয়ের বিষয়টি কর্মীদের অবহিত করা হয়।

ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার জাস্টিন মুর রয়েছেন। তিনি সাড়ে ষোল বছর ধরে গুগলে কাজ করছেন। ভোর ৩টায় তার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হওয়ার পর তাকে ছাঁটাই করা হয়।

সোশাল মিডিয়ায় মুর লিখেছেন, সাড়ে ষোল বছরের বেশি সময় ধরে গুগলে কাজ করার পর আমাকে স্বয়ংস্ক্রিয় অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভিশনের মধ্য দিয়ে যেতে হয়েছে আজ (২০ জানুয়ারি) ভোর ৩টায়। ১২ হাজার সৌভাগ্যবান কর্মীর একজন আমি। এর বাইরে আমার কাছে কোনও তথ্য নেই। কারণ আমি অন্য কোনও তথ্য পাইনি।

গুগলে কাজ করার সময়টুকুকে মুর মোটাদাগে চমৎকার হিসেবে উল্লেখ করে বলেছেন, তিনি ও তার টিম যে কাজ করেছে সেজন্য তিনি গর্বিত।

ওই পোস্টে মুর লিখেছেন, এর মাধ্যমে সামনে আসলো কাজ জীবন নয়। গুগলের মতো বড় কোম্পানির কাছে মুখহীন কর্মীরা শতভাগ বাতিলযোগ্য। জীবনকে ভালোবাসুন, কাজকে নয়।

গুগলের সিইও সুন্দর পিচাই কর্মীদের প্রতি লেখা বার্তায় ছাঁটাইয়ের সব দায় নিজের বলে স্বীকার করেছেন। গুগলের তথ্য তথ্য অনুসারে, এই ছাঁটাই বৈশ্বিক। মার্কিন কর্মীদের ওপর এর প্রভাব তাৎক্ষণিক পড়বে।

ছাঁটাই হওয়া কর্মীদের ২০২২ সালের বোনাস ও অবশিষ্ট ছুটির সময়ের প্রাপ্য মজুরি প্রদান করবে গুগল।