যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুকধারীর হামলা, শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভাইলের একটি বেসরকারি খ্রিষ্টান স্কুলে এক বন্দুকধারী হামলা চালিয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, হামলায় তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছে। পুলিশের গুলিতে সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মেট্রোপলিটন ন্যাশভাইল পুলিশ ডিপার্টমেন্ট টুইটারে বলেছে, দ্য কভেন্যান্ট স্কুলে এই হামলার ঘটনা ঘটেছে। হামলাকারী নিহত হয়েছে। তবে হামলায় হতাহতের বিষয়ে কিছু বলা হয়নি। এছাড়া হামলাকারী নারী নাকি পুরুষ তাও পুলিশ উল্লেখ করেনি।

ন্যাশভাইল ফায়ার ডিপার্টমেন্ট বলেছে, তারা ঘটনাস্থলে রয়েছে। একাধিক আহত রয়েছেন।

স্কুলটি ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কভেন্যান্ট প্রেসবাইটেরিয়ান চার্চ-এর আওতাধীন একটি স্কুল। এতে প্রায় ২০০ শিক্ষার্থী রয়েছে। এতে প্রিস্কুল থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অধ্যয়ন করে।

স্থানীয় একটি সম্প্রচারমাধ্যম জানিয়েছে, মনরো ক্যারেল জুনিয়র চিলড্রেন’স হাসপাতালে তিন শিশুকে মৃত বলে ঘোষণা করা হয়েছে।

শিক্ষার্থীদের অভিভাবকদের স্কুলের পাশের একটি গির্জায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।