জর্জ ফ্লয়েডের হত্যাকারীকে কারাগারে ২২ বার ছুরিকাঘাতের পর যা ঘটলো

যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া ডেরেক শোভিনকে কারাগারের ভেতরেই হত্যা করার চেষ্টা চালিয়েছে জন টারস্কাক নামের আরেক বন্দী। প্রসিকিউটরা বলছেন, অ্যারিজোনার টাকসনের একটি কারাগারে ডেরেক শোভেনকে  ২২ বার ছুরিকাঘাত করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

হত্যা চেষ্টা চালানো ওই বন্দী মেক্সিকান মাফিয়া গ্যাংয়ের একজন সাবেক সদস্য। গত এক মাস ধরে শোভিনকে হত্যার কথা পরিকল্পনা করছিলেন তিনি। ২৪ নভেম্বর দুপুরের খাবারের বিরতির সময় আইন গ্রন্থাগারে শোভিনকে টার্গেট করে ওই মাফিয়া। 

শোভিনকে হামলার সময় পুলিশ সদস্যরা না আসলে তাকে ওইদিন খুন করে ফেলতেন ওই মাফিয়া। শুক্রবার ফেডারেল প্রসিকিউটরদের কাছে এই স্বীকারোক্তি দিয়েছেন টারস্কাক। ৫২ বছর বয়সী টারস্কাক বলেন, তিনি ব্ল্যাক ফ্রাইডেতে শোভিনের ওপর আক্রমণ করেছিলেন। 

কারাবন্দিদের পরিসংখ্যান অনুসারে, লস এঞ্জেলেস টাইমস-এর একটি নিবন্ধে বলা হয়েছে, ২০০১ সালে এফবিআইয়ের গোপন তথ্যদাতা হিসাবে কাজ করার অপরাধে টারস্কককে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায় আশঙ্কামুক্ত আছেন ডেরেক শোভিন। 

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে পুলিশের হাতে নির্মমভাবে হত্যা করা হয় জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গকে। মুঠোফোনে ধারণা করা সেই লোমহর্ষক ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, ডেরেক শোভিন নয় মিনিটেরও বেশি সময় ধরে জর্জ ফ্লয়েডের ঘাড়ের ওপর হাটু গেড়ে বসে থাকে। এ ঘটনায় জর্জ ফ্লয়েডের মৃত্যু হয়। এরপরেই ফ্লয়েডের মৃত্যুতে বর্ণবাদের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ মারাত্মক রূপ নেয়।