বাল্টিমোরে সেতু ধস

ডুবে যাওয়া ট্রাক থেকে দুই মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে পণ্যবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে ডুবে যাওয়া একটি লাল রংয়ের পিকআপ ট্রাক থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) তাদের মৃতদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জাহাজটি যখন ফ্রান্সিস স্কট কী সেতুটিকে ধাক্কা দেয়, তখন এটির ওপর আট মেরামতকর্মী কাজ করছিলেন। সেতু ভেঙে পড়ায় তারা নীচের পাটাপস্কো নদীতে পড়ে যান।

মঙ্গলবার দুর্ঘটনার দিনই দুই কর্মীর লাশ উদ্ধার করা হয়। এখন আরও দুইজনের মরদেহ পাওয়া গেল। নিখোঁজ অপর চারজনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। তবে তাদের কেউই আর বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।

নিখোঁজ চারজন ও মৃত দুইজনের মধ্যে এখন পর্যন্ত চারজনের নাম-পরিচয় পাওয়া গেছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে মেরিল্যান্ড অঙ্গরাজ্য পুলিশ জানিয়েছে, ডুবে যাওয়া ট্রাকটির ভেতর থেকে যে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন ৩৫ বছর বয়সী আলোজান্দ্রো হার্নান্দেজ ফুয়েন্টেস ও ২৬ বছর বয়সী ডরলিয়ান রনিয়াল ক্যাস্টিলো ক্যাবরেরা। তারা মেক্সিকো ও গুয়াতেমালার বাসিন্দা ছিলেন।

নিখোঁজ চারজনের দুইজন হলেন এল সালভেদরের মিগুয়েল লুনা ও হন্ডুরাসের মেনর সুয়েজো স্যানডোভাল।

দুর্ঘটনাস্থলে ধসে পড়া সেতুর কনক্রিট ও অন্যান্য ধ্বংসাবশেষের কারণে ডুবুরিরা নিরাপদে কাজ করতে পারছেন না বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

স্থানীয় সময় মঙ্গলবার রাত দেড়টার দিকে ফ্রান্সিস স্কট কী সেতুর একটি স্তম্ভের সঙ্গে সিঙ্গাপুরের পতাকাবাহী দালি নামের জাহাজটির ধাক্কা লাগে।