হলিউড সাইনবোর্ডের কাছে আবারও মানুষের মাথার খুলি!

২০১২ সালের ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হলিউডের বিশাল সাইনবোর্ডের কাছে মানুষের একটি মাথার খুলি পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় দুজন হাইকার এই খুলি খুঁজে পান। কর্তৃপক্ষের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের সহযোগী প্রতিষ্ঠান কেএবিসি এ খবর জানিয়েছে।

২০১২ সালে দেহ থেকে বিচ্ছিন্ন একটি মুণ্ডু যেখানে পাওয়া গিয়েছিল তার পাশেই এ মাথার খুলি পাওয়া গেছে। ওই ঘটনায় গ্যাব্রিয়েল ক্যাম্পোস-মার্টিনেজের বিরুদ্ধে ২০১৪ সালে হত্যা মামলা দায়ের করা হয়। গত বছর মামলার রায়ে তিনি দোষী সাব্যস্ত হন।

লস অ্যাঞ্জেলসের পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় হলিউডের বিখ্যাত সাইনবোর্ডের কাছে গ্রিফিত পার্কের দুইজন হাইকার এ মাথার খুলি খুঁজে পান। পার্কের রেঞ্জারদের মতে, মাথার খুলিটি কয়েক বছর পুরনো হতে পারে।

নর্থইস্ট কমিউনিটি পুলিশের লেফটেন্যান্ট জন শাহ জানান, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। সূত্র: সিএনএন।

/এএ/বিএ/