রবিবার সকালে লন্ডনে নিজের ঘরের পাশে কিংস্টনেই বরাবরের মতোন ঈদের নামাজ আদায় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক শনিবার বিকালে বাংলা ট্রিবিউনকে জানান, কিংস্টন জামে মসজিদ অথবা আবহাওয়া ভালো থাকলে পার্শ্ববর্তী খোলা মাঠে ঈদের নামাজ পড়বেন তারেক রহমান।
তারেক রহমানের সাথে ঈদ জামাত পড়তে প্রতি ঈদেই বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন কিংস্টনে।
এদিকে খালেদা জিয়া ও তারেক রহমান দুজনেই লন্ডনে থাকলেও তাদের সাথে এবার যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে কোনও ঈদ শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠান হচ্ছে না বলে জানা গেছে।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক জানান, শেষ সময়ে বৃহৎ পরিসরের হল না পাওয়ার কারণে ঈদ শুভেচ্ছা বিনিময় হচ্ছে না।
তবে বাংলা ট্রিবিউন জানতে পেরেছে, দলীয় নেতাকর্মীসহ কমিউনিটির মানুষের আগ্রহ থাকলেও খালেদা জিয়ার অসুস্থতা, ভিড় ও বিশৃঙ্খলা এড়ানোসহ নানা কারণে দলীয় হাইকমান্ড শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি এড়িয়ে গেছেন।
উল্লেখ্য, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবার লন্ডনে তার পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করবেন। দশ বছরের মধ্যে প্রথমবারের মতো তারা একসঙ্গে উৎসব অনুষ্ঠান ভাগাভাগি করবেন। এরআগে ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রায় আট বছর পর সেবার পরিবারের সদস্যদের সাথে ঈদ উদযাপন করেন তিনি।
২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপির আয়োজনে ঈদ শুভেচ্ছা বিনিময়ের অনুষ্ঠানে খালেদা জিয়া, তারেক রহমান ও ডা. জোবাইদা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এরপর ২০১৭ সালে লন্ডনে ঈদুল আজহা উদযাপন করেন খালেদা জিয়া।
তারেক রহমানের স্ত্রী-কন্যা ছাড়াও প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী-সন্তানরা সবাই লন্ডনে আছেন। এবার তাই পারিবারিক আবহেই ঈদ কাটবে জিয়া পরিবারের সদস্যদের।