বিমানে জিহাদের প্রসঙ্গ তুলে ৯ মাসের কারাদণ্ড!

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এক ব্যক্তিকে ইউনাইটেড এয়ারলাইনের ফ্লাইটে চিৎকার করে ‘জিহাদ’ বলা এবং ককপিটের দিকে দৌড় দেওয়ার অভিযোগে ৯ মাসের কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। ওই ব্যক্তি হলেন নিউ ইয়র্কের পফকেপসি এলাকার বাসিন্দা ৩৬ বছরের ডেভিড প্যাট্রিক ডিয়াজ।

noname

২০১৫ সালের ২৫ মার্চ। বিমানটি উত্তর ভার্জিনিয়িার ডুলেস বিমানবন্দর থেকে কলোরাডোর ডেনভারে ফিরছিল। সেই ফ্লাইটেই ছিলেন ডিয়াজ। তিনি চিৎকার করে জিহাদ বলেছিলেন এবং বার বার বলছিলেন বিমানে কিছু একটা রয়েছে। বিমান আকাশে থাকা অবস্থায় তাকে কয়েকজন যাত্রী পাকড়াও করেন।

মামলার প্রসিকিউটর ২১ মাসের কারাদণ্ডের আবেদন জানিয়েছিলেন। মঙ্গলবার শুনানি শেষে আলেজান্দ্রিয়ার একটি ফেডারেল কোর্টের বিচারক ৯ মাসের কারাদণ্ড দেন। রায়ে বিমান কোম্পানি ইউনাইটেডকে ২২ হাজার ডলার ক্ষতিপূরণেরও নির্দেশ দেন বিচারক। তবে ডিয়াজের আইনজীবী জানান, ডিয়াজের মানসিক অসুস্থতা ও মদ পানে সমস্যা রয়েছে।

উল্লেখ্য, এর আগে বছরের শুরুতে ফ্লাইট ক্রুর সঙ্গে বাকবিতণ্ডার অভিযোগেও দোষী সাব্যস্ত হয়েছিলেন ডিয়াজ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/বিএ/