হাসপাতালে ভুল বোঝাবুঝি এড়াতে সর্তক থাকার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমরোগীর স্বজন ও চিকিৎসক, নার্স বা কর্মচারীদের মধ্যে যেনও ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় সেদিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে সৃষ্টি না হয় সেদিকেও পরিচালকদের দৃষ্টি রাখার জন্য তিনি তাগিদ দেন।
বুধবার (৮ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারি হাসপাতালের পরিচালকদের সঙ্গে সভায় সভাপতিত্বকালে  মন্ত্রী এসব নির্দেশনা দেন বলে জানা গেছে। একই সঙ্গে হাসপাতালগুলোকে দালাল ও অবৈধ স্থাপনামুক্ত রাখার জন্য তিনি পুনরায় নির্দেশ প্রদান করেছেন।স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি হাসপাতালগুলোতে ৪র্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্দিষ্ট রং-এর পোশক নির্ধারণ করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ৩য় শ্রেণির কর্মচারীদের যাদের জন্য সরকারি পোশোক বরাদ্দ করার বিধান রয়েছে তাদের জন্যেও নির্দিষ্ট রং নির্ধারণ করে দেওয়া হবে এবং এই বিষয়ে আদেশ দ্রুত জারী করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

সভায় মন্ত্রী হাসপাতালে বহিরাগতদের চাপ কমাতে রোগীদের অ্যাটেনডেন্ট সংখ্যা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি চিকিৎসক, নার্স, কর্মচারী ও রোগীর অ্যাটেনডেন্টদের জন্য নির্দিষ্ট পরিচয়পত্র ইস্যু ও ব্যবহার বাধ্যতামূলক করতে পরিচালকদের প্রতি নির্দেশ দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারি হাসপাতালগুলোতে মানুষ কম খরচে আধুনিক সেবা পাচ্ছে বলে সবসময় অতিরিক্ত রোগীর চাপ থাকে। ফলে চিকিৎসকদেরকে বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হয়।’

সভায় অন্যদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকসহ দেশের সব সরকারি হাসপাতালের পরিচালকরা উপস্থিত ছিলেন। 

/জেএ/এএ/