‘চাপ এলেও তামাক নিয়ন্ত্রণ নীতিমালা বাস্তবায়নে পিছিয়ে যাইনি’

তামাক নিয়ন্ত্রণ নীতিমালা বাস্তবায়নে কঠোর অবস্থানের কারণে অনেক জায়গা থেকে চাপ এলেও আমি পিছিয়ে যাইনি, বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সমকাল ও প্রজ্ঞা আয়োজিত এক যৌথ গোলটেবিল বৈঠকে মন্ত্রী এ কথা বলেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীসহ অন্যরাজাতীয় তামাক নিয়ন্ত্রণ নীতি ও স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ ব্যবস্থাপনা নীতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘নানান রকম জটিলতা কাটিয়ে সিগারেটের মোড়কে ক্ষতিকর প্রভাব সংবলিত ছবি সংযুক্ত করতে সিগারেট কোম্পানিগুলোকে বাধ্য করেছি, যা গত বছর থেকে কার্যকর হচ্ছে। শিগগিরিই নীতিমালা কার্যকর করা হবে।’

তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি একা চাইলেই দেশ তামাকমুক্ত করা সম্ভব নয়। এর সঙ্গে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সেক্টরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাহলে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪০ সালের মধ্যেই দেশ তামাকমুক্ত করা সম্ভব হবে।’

সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক, কাজী খলীকুজ্জামান, বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের প্রমুখ।

/জেএ/এমও/